জাতীয়

মেট্রোরেলের কাজের দরপত্র জানুয়ারিতে

যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা মেট্রোরেলের কাজের প্রথম দরপত্র জানুয়ারিতে।শনিবার সন্ধ্যায় রাজধানীর আর্ন্তজাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সেবামূলক এনজিও হিড বাংলাদেশের ৪০ বছর পূর্তি ও আসন্ন বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা মেট্রোরেলের মূল কাজের প্রথম দরপত্র জানুয়ারিতে হবে। ফলে রাজধানী এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ৮০ হাজার লোক নিয়ে ৩৭ মিনিটে একপাশ থেকে ওপাশে মানুষ যেতে পারবে। অচিরেই তার বাস্তবায়ন দেখতে পারবেন।’পদ্মা সেতুর বিষয়ে তিনি বলেন, ‘পদ্মার মূল সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। এ্টা এখন আর এটা স্বপ্ন নয়। সেতুর কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। পদ্মাসেতুর উপর দিয়ে চলাচল করতে হলে ২০১৮ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’তিনি আরো বলেন, ‘উত্তরা থেকে কুতুবখালি পর্য্ন্ত ঢাকা এলিভেটেড এক্সপেসের কাজ শুরু হয়েছে। ২০১৫ সালের মে-জুন মাসে ঢাকা-চট্টগ্রাম চলাচল করা যাবে।’এ ছাড়া চট্টগ্রাম টানেলের তৈরির প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানান তিনি।

Advertisement