ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন যেসব স্থানীয় নির্বাচনের ফলাফল পুনর্গণনার নির্দেশনা দিয়েছে আদালত, সেগুলো নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
Advertisement
মঙ্গলবার (১৭ অক্টোবর) মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় হাজারের মতো বিভিন্ন নির্বাচন সম্পন্ন করেছে। এসবের মধ্যে কোনো কোনো নির্বাচনের ফলাফল পুনর্গণনার নির্দেশনা রয়েছে আদালতের। সেগুলোই নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিলো ইসি।
এতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও বিভিন্ন শূন্যপদের উপনির্বাচন পরিচালনা করে থাকে।
Advertisement
নির্বাচনী ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল সিল করা এসডি কার্ড, অডিট কার্ড ও পোলিং কার্ডে রক্ষিত ফলাফল পুনঃপরীক্ষা বা পুনর্গণনার নির্দেশ দেন আদালত। আদালতের আদেশ অনুসারে ফলাফল পুনর্গণনার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে কর্মরত সহকারী প্রোগ্রামার বা টেকনিশিয়ানদের মাধ্যমে নিষ্পত্তির জন্য কমিশন নির্দেশনা দিয়েছে।
এমওএস/কেএসআর/এএসএম