খেলাধুলা

শনিবার ভারত যাচ্ছে বসুন্ধরা কিংস

এএফসি কাপে বসুন্ধরা কিংসের গুরুত্বপূর্ণ ম্যাচ ২৪ অক্টোবর। প্রতিপক্ষ ভারতের জায়ান্ট মোহনবাগান। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে। এ ম্যাচের ভেন্যু ছিল কলকাতার যুব ভারতি ক্রীড়াঙ্গন। দূর্গাপূজার কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

Advertisement

ম্যাচটি খেলতে বসুন্ধরা কিংস ২১ অক্টোবর বিকেলে ভারত যাবে। সেখানে দুই দিন অনুশীলন করে মোহনবাগানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান মঙ্গলবার দুপুরে জাগো নিউজকে বলেছেন, ‘আমাদের দল ২১ অক্টোবর ভারত যাবে। সেভাবেই ঠিকঠাক আছে। তবে এখনো ভিসা পাওয়া যায়নি। আশা করছি, কাল-পরশু পেয়ে যাবো।’

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে খেলছে বসুন্ধরা কিংস। এরই মধ্যে দুটি ম্যাচ খেলে একটি জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ১৯ সেপ্টেম্বর মালেতে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ৩-১ গোলে হারের পর ২ অক্টোবর ঘরের মাঠে ভারতের ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে কিংস। পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মোহনবাগানের বিপক্ষে কিংসের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

Advertisement

আইএইচএস/