চীনে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। শনিবার দেশটির গুয়াংডং প্রদেশের হেইউয়ান শহরে এ ঘটনা ঘটে।গুয়াংডং প্রদেশের সরকার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। খবরে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই প্রদেশের রাস্তায় ছয়টি গাড়ির জ্যাম লাগে। এ রময় রডবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা পেছনের গাড়িতে ধাক্কা দিলে তার প্রভাব সব গাড়িতে গিয়ে পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটনা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সড়ক দুর্ঘটনায় হতাহতের দিক থেকে ভারতের পরই চীনের অবস্থান। বেপড়োয়া গাড়ি চালনা ও ট্রাফিক আইন না মানা চীনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া নিম্ন মানের যানবাহন ও চালকদের শৈথিল্যও দুর্ঘটনার কারণ - এনডিটিভি
Advertisement