খেলাধুলা

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি এসেছে যাদের ব্যাট থেকে

২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য সেঞ্চুরিটি করেছিলেন আয়ারল্যান্ডের ব্যাটার কেভিন ও’ব্রায়েন। বিশ্বকাপের ইতিহাসে ৫০ বলে দ্রুততম সেঞ্চুরিটি এসেছিলো তার ব্যাট থেকে। এরপর এক যুগ টিকেছিলো কেভিন ও’ব্রায়েনের রেকর্ড।

Advertisement

একযুগ পর এসে আইরিশ ব্যাটার ও’ব্রায়েনের রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলেছিলেন ৪৯ বলের সেঞ্চুরি।

মাঝে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্স চেষ্টা করেছিলেন ও’ব্রায়েনের রেকর্ড ভাঙতে। ২০১৫ সালে কাছাকাছি গিয়েও তারা পারেননি। ম্যাক্সওয়েল ৫১ এবং ডি ভিলিয়ার্স সেঞ্চুরি করেছিলেন ৫২ বলে। কিন্তু এবার আর ও’ব্রায়েনকে শীর্ষে থাকতে দিলেন না এইডেন মার্করাম।

এবার দেখে নেয়া যাক বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিয়ানদের তালিকা-

Advertisement

রান

বল

খেলোয়াগড়

ম্যাচ

Advertisement

ভেন্যু

তারিখ

১০৬

৪৯

এইডেন মারর্কাম

দ. আফ্রিা-শ্রীলঙ্কা

দিল্লি

০৭ অক্টোবর ২০২৩

১১৩

৫০

কেভিন ও’ব্রায়েন

আয়ারল্যান্ড-ইংল্যান্ড

বেঙ্গালুরু

০২ মার্চ ২০১১

১০২

৫১

গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

সিডনি

০৮ মার্চ ২০১৫

১৬২

৫২

এবি ডি বিলিয়ার্স

দ. আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ

সিডনি

২৭ ফেব্রƒয়ারি ২০১৫

১৬২

৫৭

ইয়ন মরগ্যান

ইংল্যান্ড-আফগানিস্তান

ম্যানচেস্টার

১৮ জুন ২০১৯

১৩১

৬৩

রোহিত শর্মা

ভারত-আফগানিস্তান

দিল্লি

১১ অক্টোবর ২০২৩

১২২

৬৫

কুশল মেন্ডিস

শ্রীলঙ্কা-পাকিস্তান

হায়দরাবাদ

১০ অক্টোবর  ২০২৩

১০১

৬৬

ম্যাথ্যু হেইডেন

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা

সেন্ট কিটস

২৪ মার্চ ২০০৭

১১১

৬৭

জন ডেভিসন

কানাডা-ওয়েস্ট ইন্ডিজ

সেঞ্চুরিয়ন

২৩ ফেব্রুয়ারি ২০০৩

১১৭

৭০

কুমার সাঙ্গাকারা

শ্রীলঙ্কা-ইংল্যান্ড

ওয়েলিংটন

০১ মার্চ ২০১৫

১০১

৭০

পল স্টার্লিং

আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস

ইডেন গার্ডেন

১৮ মার্চ ২০১১

আইএইচএস/