খেলাধুলা

ঘূর্ণি বলে আতঙ্ক ছড়াতে প্রস্তুত ডাচ তারকা আরিয়ান

তার ডান হাতের ঘূর্ণিটা বেশ কার্যকর। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই কিছুটা প্রমাণ দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের অধিনায়ক টম ল্যাথাম এবং মিডল অর্ডার মার্ক চাপম্যাচের উইকেট নিয়েছিলেন ঘূর্ণিতে জড়িয়ে। হায়দরবাদে পাকিস্তানের সউদ শাকিলের উইকেট নেন।

Advertisement

তবে তার হাতে যে ক্যারিশমা রয়েছে, পরের ম্যাচগুলোতে সেটার পূর্ণ প্রয়োগ ঘটাতে পারলে প্রতিপক্ষের ব্যাটাররা বিপদে পড়বেই, এটা নিশ্চিত। ছোটো দলের প্রতিনিধি আরিয়ান দত্ত। নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত নজর কেড়েছেন তিনি। বাকি ম্যাচগুলোতেও আলো ছড়াতে পারেন।

২০০৩ সালে জম্ম নেওয়া আরিয়ান দত্ত ২০২১ সালে জাতীয় দলে ডাক পান। নেপালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাকার পর কোচ রায়ান ক্যাম্পবেল বলেছিলেন, ‘তাকে ঘিরে আমাদের প্রত্যাশা অনেক।’

পরীক্ষার সব ধাপ পাড়ি দিয়েই এবার বিশ্বকাপে খেলতে এসেছেন আরিয়ান দত্ত। অনুর্ধ্ব-১৮, অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলে কোচের আস্থা অর্জন করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

Advertisement

এশিয়ায় অবশ্য তেমন একটা খেলার সুযোগ পাননি ডান হাতি এ অফব্রেক বোলার। বিশ্বকাপের আগে এ অঞ্চলে একটা মাত্র ম্যাচ খেলেছিলেন। কাতারের রাজধানী দোহায় আফগাস্তানের বিপক্ষে। তবে আফ্রিকাতে খেলার বেশ অভিজ্ঞতা রয়েছে। শুধু তাই নয়, ক্রিকেটর সব বড় দেশগুলোর বিপক্ষে কম বেশি খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আসছেন আরিয়ান ।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০২১ সালে অভিষেক হয় আরিয়ানের। তার কয়েকদিন পরেই জাতীয় দলে। স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজে ১৯মে তার অভিষেক হয়।

পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা কীর্তি দেখান আরিয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচেই খেলেছিলেন। সিরিজে তিনি ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরানের জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন। তিন ম্যাচেই তিনি আরিয়ানের শিকারে পরিণত হন। শুধু তাই নয়, কোনো ম্যাচেই দুই অঙ্কের রানে নিকোলাসকে পৌঁছাতে দেননি এই ডাচ ক্রিকেটার।

এ বছর বেশ কিছু ম্যাচ খেলেছেন আরিয়ান। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে জ্বলে উঠতে চান এ বোলার। ৩১ রানে ৩ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।

Advertisement

আইএইচএস/