একুশে বইমেলা

মাসউদ আহমাদের ‘কাঞ্চনফুলের কবি’

ভারতের পশ্চিমবঙ্গের প্রকাশনা প্রতিষ্ঠান আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঔপন্যাসিক মাসউদ আহমাদের উপন্যাস ‘কাঞ্চনফুলের কবি’।

Advertisement

লেখক মাসউদ আহমাদ জানান, জীবনানন্দ দাশের জীবন ও সময় অবলম্বনে লেখা উপন্যাসটি কলকাতার দেশ পত্রিকায় ২০২২ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২ মে পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন: পাওয়া যাচ্ছে মোহাম্মদ নূরুল হকের গবেষণাগ্রন্থ 

এবার বই আকারে প্রকাশিত হলো ‘কাঞ্চনফুলের কবি’। ৫০২ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন অমিতাভ চন্দ্র।

Advertisement

বইটি কলকাতার কলেজ স্ট্রিটে আনন্দ পাবলিশার্স, সিগনেট প্রেস, দে’জ পাবলিশিং এবং ভারতে আনন্দ পাবলিশার্সের ৪৬টি আউটলেটে পাওয়া যাচ্ছে।

বইটি শিগগরিই বাংলাদেশের বাতিঘরের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ সব আউটলেটে পাওয়া যাবে।

এসইউ/জিকেএস

Advertisement