দেশজুড়ে

৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর

দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে।

Advertisement

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

তার সই করা চিঠিতে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর বন্ধ থাকবে। এছাড়া পরদিন শুক্রবার সরকারি ছুটি থাকায় ২৮ অক্টোবর থেকে বন্দরের সব কার্যক্রম চালু থাকবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জাগো নিউজকে বলেন, দুর্গোৎসব উপলক্ষে সরকারি ছুটিসহ মোট সাতদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

Advertisement

ফজলুল করিম ফারাজী/এসজে/এমএস