কাশফুলের শুভ্রতায় মেতে উঠেছে বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিস্তীর্ণ এলাকা। প্রতিদিন কাশফুলের ছোঁয়া পেতে ছুটে আসেন ভ্রমণপিপাসু মানুষ। দূর-দূরান্ত থেকে আসেন শিশু-কিশোর, তরুণ-তরুণীর দল।
Advertisement
শরতে প্রকৃতি যেন হেসে ওঠে প্রাণের সজীবতায়। গ্রামাঞ্চলের আনাচে-কানাচে শরতের ধবধবে সাদা কাশফুল ফোটে। শরতের বিদায়ের সময়ও কাশফুলের দেখা মেলে অনায়াসে। কাশফুলের শুভ্রতা মধুর বার্তা বয়ে আনে। একই সঙ্গে স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘ আর মাঠজুড়ে সবুজের সমারোহ। মৃদু বাতাসে প্রকৃতিতে শুভ্রতা আর মুগ্ধতা ছড়ায়।
বঙ্গোপসাগর ঘেঁষে গড়ে উঠেছে শিল্পনগরী। তাই ছুটির দিনে শিল্পনগর এলাকায় সাগর পাড়ে নীল আকাশের সাদা মেঘের আনাগোনায় কাশফুলে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। অনেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসেন। দর্শনার্থীরা কাশফুল নিয়ে ছবি তোলেন, কেউ ভিডিও করেন।
আরও পড়ুন: মিরসরাইয়ের ‘রূপসী’ ঝরনা
Advertisement
দর্শনার্থী শিহাব উদ্দিন বলেন, ‘অনেকদিন ধরে শিল্পনগর ঘুরতে আসতে চাচ্ছিলাম। বন্ধুরা মিলে ছুটির দিনে এসেছি শিল্পনগরীর সাগর পাড়ে বেড়াতে। সাগর পাড়ের পাশেই কাশবন দেখে ছবি তোলার লোভ সামলাতে পারিনি।’
সাবরিনা বিথি বলেন, ‘শিল্পনগরী, বঙ্গোপসাগর পাড় আর নীল আকাশের সাথে কাশফুলের মিতালি যেন এক মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। ইচ্ছে করছে যেন থেকে যাই এই অপরূপ মায়ায়।’
পর্যটক ইকবাল ফারুক বলেন, ‘সীতাকুণ্ড থেকে শিল্পনগরীতে ঘুরতে এসেছি। সাগর পাড়ে যাওয়ার পথে চোখে পড়লো কাশবন। তাই ছবি তুলতে নেমে পড়লাম। শেষ বিকেলের সূর্যের সাথে কাশফুল অনেক মুগ্ধ করেছে।’
এম মাঈন উদ্দিন/এসইউ/জিকেএস
Advertisement