রাজনীতি

ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে সরকার

সরকার দেশের কোটি মানুষের ঈমান-আকিদা নিয়ে ছিনিমিনি খেলছে। একটি মুসলিম প্রধান দেশে এটি কোনো ভাবেই সহ্য করা হবে না। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল না রাখলে কঠোর আন্দোলন করা হবে। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এ হুমকির কথা জানান।  ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির সভাপতি এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  মানববন্ধনে বক্তারা,  মুসলমানের ভোটে ক্ষমতায় গিয়ে বার বার মুসলমানদের সঙ্গে গাদ্দারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে।রাষ্ট্র ধর্ম ইসলাম না রাখা হলে সরকারেক কঠিন মূল্য দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, সরকারকে অনুরোধ করছি যাতে, এমন কোনো আত্মঘাতি সিদ্ধান্ত না নেয়। নইলে দেশের সমস্ত তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।এএসএস/এএইচ/এমএস

Advertisement