দেশজুড়ে

ট্রাকচাপায় প্রাণ হারালেন এনজিও কর্মকর্তা

যশোরের অভয়নগরে ট্রাকচাপায় গোপাল চন্দ্র ভক্ত (৪২) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৫ অক্টোবর) রাতে উপজেলার নওয়াপাড়া মহাশ্মশানের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

গোপাল চন্দ্র ভক্ত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বানিয়ারগাতি গ্রামের মৃত নিমাই চন্দ্র ভক্তের ছেলে। তিনি ‘আশা’ নামের একটি এনজিওতে অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভয়নগরের মহাশ্মশানের সামনে রোববার রাত ১০টার দিকে খুলনাগামী বেপরোয়া গতির ট্রাক একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেন। এসময় হেলমেট পরা মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে ট্রাকটি চলে যায়। পরে পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ আরোহীকে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Advertisement

আশা এনজিওর রিজিওনাল ম্যানেজার প্রশান্ত কুমার জানান, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে গোপাল চন্দ্র তার ভাড়া বাসায় (নওয়াপাড়া পালপাড়া এলাকা) ফিরছিলেন। পথে নওয়াপাড়া মহাশ্মশানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ মোল্যা বলেন, রাতে ট্রাকচাপায় ঘটনাস্থলে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক আটকে পুলিশি অভিযান চলছে।

মিলন রহমান/জেএস/জেআইএম

Advertisement