নামাজে কেরাত অর্থাৎ কোরআন থেকে কিছু আয়াত পড়া ফরজ। আল্লাহ নামাজে কোরআন পড়ার নির্দেশ দিয়ে বলেছেন,
Advertisement
فَاقۡرَءُوۡا مَا تَیَسَّرَ مِنَ الۡقُرۡاٰنِ
তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়। (সুরা মুজ্জাম্মিল: ২০)
নামাজে প্রতি রাকাতে কেরাত পড়া ফরজ। সুরা ফাতেহা পড়া ও সুরা মেলানো ওয়াজিব। সামর্থ্য থাকার পরও কেউ যদি কোনো রাকাতে কুরআন থেকে কিছুই না পড়ে, তাহলে ওই রাকাতটি পূর্ণ হবে না। ভুল করে সুরা ফাতেহা বা ফাতেহা-পরবর্তী কেরাত না পড়লে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা না দিলে নামাজ আবার পড়া ওয়াজিব হবে।
Advertisement
ফরজ নামাজের কেরাতে কোনো ভুল শুদ্ধ করা, আটকে যাওয়া ইত্যাদি প্রয়োজন বা অসুবিধা ছাড়া সুরা ফাতেহা বা অন্য কোনো সুরার একটি আয়াত বার বার পড়া মাকরুহ। যদিও এটা গুরুতর ত্রুটি নয়, কেউ এ রকম করলে সাহু সিজদা ওয়জিব হবে না। কিন্তু কেউ যদি ফরজ নামাজের প্রথম দুই রাকাতে পূর্ণ সুরা ফাতেহা দুবার পড়ে অথবা সুরা ফাতেহার চার/পাঁচ আয়াত পড়ে শেষ করার পর আবার প্রথম থেকে পড়ে, তাহলে ওয়াজিব আদায়ে দেরি হওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে।
ফরজ ছাড়া অন্যান্য নফল নামাজে এক আয়াত বারবার পড়া মাকরুহ নয়।
সূত্র: ফতোয়া, দারুল উলুম দেওবন্দ
ওএফএফ/জিকেএস
Advertisement