জাতীয়

তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেফতার করলে হস্তক্ষেপ করবে ইসি

তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

Advertisement

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: কোনো দল আসুক না আসুক, জনগণ ভোট দিতে পারলে নির্বাচন সফল 

ইসি আলমগীর বলেন, ‘সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।’

Advertisement

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেফতার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেফতার করুন, তফসিল ঘোষণার পর গ্রেফতার যেন না হয়।’

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টিতে ডিসি-এসপিদের আহ্বান ইসি হাবিবের 

বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেফতার করতে পারেন না- সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেফতার করতে হবে তফসিল ঘোষণার আগে।’

এমওএস/কেএসআর/এএসএম

Advertisement