হাত ধোয়ার অভ্যাসের ফলে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
Advertisement
তিনি বলেন, ‘হাত ধোয়ার অভ্যাসের ফলে আমরা অনেক রকমের জীবাণু থেকে মুক্ত থাকতে পারি, যেসব জীবণু মানব শরীরে নানা ধরনের রোগব্যাধি সৃষ্টি করে। সারাদিন যে কোনো মানুষের হাত নানা রকম জিনিসের সংস্পর্শে আসে, তাতে অনেক রকমের জীবাণুর আশ্রয়স্থল হয় হাত। হাত ধোয়ার ফলে এসব জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে না।’
রোববার (১৫ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য- ‘আপনার নাগালই পরিচ্ছন্ন হাত’।
আরও পড়ুন: বিশ্ব হাত ধোয়া দিবস আজ
Advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের ধর্মেও (ইসলাম ধর্মে) পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুস্থ শরীরের চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে নেই। সুস্থ শরীরের জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ মানুষই দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে।’
নিজেদের সুস্থতার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনযাপনে ভালো ভালো অভ্যাস তৈরি করতে হবে, যাতে শরীর সুস্থ থাকে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সারওয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী। এতে আরও অংশ নেন ইউনিসেফ বাংলাদেশের উপ-প্রতিনিধি ইমা ব্রিগহাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ টিম লিডার ড. এনথোনি এসোফনি।
আইএইচআর/কেএসআর/এএসএম
Advertisement