দেশজুড়ে

মাদারীপুরে অনির্দিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মাদারীপুরে প্রশাসনের আশ্বাসে ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

Advertisement

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান তুসু বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্র, নসিমন, থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল করছে। রুট পারমিট ছাড়া মহাসড়ক ব্যবহার করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফিটনেসবিহীন পরিবহন চলছে। অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে বাস কাউন্টার খুলছে একটি চক্র। এমনকি মহাসড়কে ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছে অপ্রাপ্তরা। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।

আরও পড়ুন: পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

গত বৃহস্পতিবার সকালে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬ দফা দাবি তুলে প্রশাসনকে ১৭ অক্টোবরের মধ্যে বাস্তবায়নের জন্য আহবান জানানো হয়েছিল। প্রশাসন থেকে এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়া হলে ১৮ অক্টোবর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।

Advertisement

পরে এসব কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন সব শ্রমিক সংগঠন ও মালিকদের সঙ্গে বৈঠক হয়। এসময় তারা ৬ দফা দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। তাই প্রশাসনের আশ্বাসে ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার, জেলা ট্রাক-মিনি ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মাতুব্বর ও সাধারণ সম্পাদক মতিউর মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম

Advertisement