বিকেলের নাশতায় একটু ভাজাপোড়া খাবার না থাকলে কি চলে! অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে চায়ের সঙ্গে পনির-আলুর কাটলেটের স্বাদ নিতে পারেন। জেনে নিন রেসিপি-
Advertisement
আরও পড়ুন: চিকেন কাঠি কাবাবের রেসিপি
উপকরণ
১. সেদ্ধ আলু গ্রেট করা ১ কাপ২. ভাজা তিল ১ চা চামচ ৩. চিঁড়া আধা কাপ (ধুয়ে পানি ঝড়িয়ে নেওয়া)৪. র্কনফ্লাওয়ার ১ টেবিল চামচ ৫. আমচুর পাউডার ১ চা চামচ ৬. চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ৭. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ ৮. পনির আধা কাপ গ্রেট করা ও৯. লবণ পরিমাণমতো।
Advertisement
আরও পড়ুন: আমলকি যেভাবে শরীরের খারাপ কোলেস্টেরল কমায়
পদ্ধতি
সব উপকরণ একসঙ্গে মেখে নিন প্রথমে। এরপর হাতে সামান্য তেল মেখে পছন্দের আকৃতিতে কাটলেটগুলো তৈরি করে নিন।
প্রতিটি কাটলেটের উপরে একটি করে কাজু বাদাম চেপে বসিয়ে দিতে হবে। এবার অল্প তেলে কাটলেটগুলো শ্যালো ফ্রাই করুন।
Advertisement
আরও পড়ুন: খাওয়ার লোভ কমাবেন যেভাবে
ভাজার সময় কাটলেটের অর্ধেকটা যাতে তেলে ডুবে থাকে এমন পরিমাণ তেল দিতে হবে। অল্প আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেঁজে তুললেই তৈরি হয়ে যাবে পনির-আলুর সুস্বাদু কাটলেট।
রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন
জেএমএস/এমএস