অস্ট্রেলিয়ার সিডনিতে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রথম পরীক্ষা ইংরেজিপত্র। নিউ সাউথ ওয়েলস রাজ্যের শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
Advertisement
এনএস ডব্লিউ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার মোট ৭৮৫টি কেন্দ্রে ১২৪টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে বুধবার (১১ অক্টোবর)। শেষ হবে শুক্রবার (৩ নভেম্বর)। ফলাফল প্রকাশ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে।
ব্রিটিশ কারিকুলামের ইংরেজি মাধ্যমের স্কুলের মতো এদেশে হাইস্কুল দ্বাদশ শ্রেণি পর্যন্ত। একাদশ ও দ্বাদশ শ্রেণিকে কলেজ ওয়ান ও কলেজ টুতে সাজানো হয়। তাই হাইস্কুল শেষেই এ দেশের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় অথবা বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যান।
অস্ট্রেলিয়ার এই পরীক্ষা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীনের কিছু স্কুলেও আজ শুরু হয়েছে। এবার নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ৭৫ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দিচ্ছেন।
Advertisement
নিউ সাউথ ওয়েলস রাজ্যের লেবার সরকার জানিয়েছে, বাজেটে তারা রাজ্যের শিক্ষাব্যবস্থায় এবার রেকর্ড বিনিয়োগ করেছে, যার মধ্যে রাজ্যের ৯৫ হাজার শিক্ষকের বেতন বৃদ্ধির জন্য বিনিয়োগ করা হয়েছে।
৩ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে ওয়েস্টার্ন সিডনি স্কুলগুলো তৈরি ও আপগ্রেড করতে। আর রাজ্যের গ্রাম অঞ্চলগুলোর স্কুলগুলো আপগ্রেড করতে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে।
এমআরএম/এএসএম
Advertisement