দেশজুড়ে

ধানক্ষেতে ৮ ফুট লম্বা অজগর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধানক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। সাপটির দৈর্ঘ্য ৮ ফুট এবং ওজন প্রায় সাড়ে ছয় কেজি।

Advertisement

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা শালবনে অজগরটি ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা বন বিভাগের কর্মচারী খাইরুল ইসলাম।

এরআগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গন্ধমরু খামারটারী গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ধানক্ষেতে অজগরটি দেখতে পান এক কৃষক। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বনবিভাগকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, সাপটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ধানক্ষেতে প্রবেশ করে।

Advertisement

অজগরটি উদ্ধার করা ফুয়াদ আল মাসুদ বলেন, সাপটিকে নিরাপদে উদ্ধার করে লালমনিরহাট বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট জেলা বনবিভাগের কর্মকর্তা আনিছুর রহমান বলেন, উদ্ধার হওয়া অজগরটি জেলার হাতীবান্ধা শালবনে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিউল হাসান/এসআর/এএসএম

Advertisement