লাইফস্টাইল

এখনই ঠোঁট ফাটছে? যা করবেন

শীত আসতে আর বেশি দেরি নেই! এরই মধ্যে বাতাসে কমছে আর্দ্রতার পরিমাণ। অক্টোবরেই ত্বক ও ঠোঁট শুকিয়ে যাচ্ছে। অনেকের আবার ঠোঁট ফেটে গেছে এখনই। তাহলে শীতে কী অবস্থা হবে, একবার ভেবে দেখুন!

Advertisement

এজন্য এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া শুরু করুন। বিশেষ করে রাতে ঠোঁটের বিশেষ যত্ন নিন। জেনে নিন ঠোঁটের যত্ন নিতে কী কী করবেন-

আরও পড়ুন: অতিরিক্ত আঁচিল দূর করার ঘরোয়া উপায়

ঠোঁটের উপর নারকেল তেল কিংবা ভিটামিন ই অয়েল লাগিয়ে ঘুমান। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। দেখবেন আগের চেয়ে অনেক বেশি নরম হয়েছে ঠোঁট। পাশাপাশি ঠোঁট ফাটার সমস্যাও কমবে।

Advertisement

নারকেল তেলের সঙ্গে বাদাম তেল, অলিভ অয়েল, অর্গান অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি প্রতিদিন দু’বার করে ১৫ মিনিটের জন্য ঠোঁটের উপর লাগান। এটি আপনার ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে ও ঠোঁট ফাটার সমস্যা কমাবে।

আরও পড়ুন: মেছতা দূর করার ঘরোয়া ফেসপ্যাক

ঠোঁটের যত্নে লিপবাম অবশ্যই রাখুন সঙ্গে। লিপবাম ঠোঁটের শুষ্কভাব দূর করে। এতে ঠোঁট কম ফাটবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই লিপবাম ব্যবহার করুন।

জেএমএস/জেআইএম

Advertisement