সাহিত্য

জান্নাতুল নাঈমের নারী বিষয়ক তিনটি কবিতা

একাই বাঁচো

Advertisement

মনে রেখো,যতদূর যাও তুমি রেখার মতো একারাতের নিঃসঙ্গ চাঁদের মতো একাগভীর রাতের সুনসান নীরবতার মতো একাভোরের পথের নির্জনতার মতো একাতুমিই তোমার আত্মীয়তুমিই তোমার শক্তি।

মনে রেখো,যতদূর যাও তুমি আঁধারের মতো একাভেসে যাওয়া বুনোহাঁসের মতো একাদূরের মেঠোপথের মতো একাস্রোতের দিশাহারা মাঝির মতো একাতুমিই তোমার আপনজনতুমিই তোমার সাহস।

হে নারী তোমার পাশে যা কিছু দেখোসবাই আলেয়ার মতোই ঘোরেসবাই জোনাকির মতো আসেসবকিছু বসন্ত ঋতুর মতো আগমন করেতোমার দুঃখের পথ তোমারই একার পথএকাই বাঁচো।

Advertisement

****

পাথেয়

নারী তুমি অমন করে গোপনে কেঁদো নাযেন আষাঢ়-শ্রাবণকে হার মানায়জলের বানের ছুটে যাওয়ার মতো কেঁদো নাঝুমঝুম তালপাতার শব্দের মতো কেঁদো নাতুমি একবার আর্তচিৎকারে গগনবিদারী কান্নায় ভেসোওইটুকুতে খুঁজে পাবে পথের ঠিকানা।

নারী তুমি অমন করে কেঁদো নাতুমি বরং ভুবনডাঙ্গার হাসিতে মেতোযেন মুক্তাকে হার মানায়ভোরের শিশিরের বিন্দুকে হার মানায়সাদা কাঠগোলাপকে হার মানায়তুমি বরং গভীর দুঃখে পুলকিত হাসি হেসোওইটুকুতে খুঁজে পাবে তোমার পাথেয়।

Advertisement

****

শোনো নারী

শোনো নারী,জীবনকে ধরে নাও পাথুরে পথরোদ্দুরে পা ঝলসে গেলে তুমি হেঁটোজীবন তো শ্রাবণের ভারী বর্ষণদুঃখ পেলে বৃষ্টিতে ভিজে গোপনে কেঁদোজীবন ঠিক উত্তাল ঢেউয়ের মতোহাজার ঢেউ তোমাকে ভাসাতে চাইবেতুমি শক্ত করে নিজেকে সামলাবে।

শোনো নারী,জীবনকে ধরে নাও ভূমিকম্পএকেকবার এসে তোমার সব চুরমার করবেআবার সব সাজিয়ে নিওজীবনকে ধরে নাও আকস্মিক বন্যাকত স্রোত এসে তোমার সব তলিয়ে নেবেতুমি হারানো ক্ষত নিয়ে শুরু করবে।

হে নারী,জীবন সাদা গোলাপের মতো সুন্দর নয়জীবন ঠিক কাঁটামুকুটের মতো সুন্দরকাঁটামুকুটের মতো কাঁটার মধ্যে সুন্দরভাবে বাঁচো।

এসইউ/জিকেএস