সরকারের ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় সোহেল (৩৮) নামের এক জেলেকে ২২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর গুলিশাখালী এলাকায় মাছ শিকার করেন ওই জেলে। পরে তাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নুর মোহাম্মদ প্যাদার ছেলে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১১ অক্টোবর) দিনগত মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা। যা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এসময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর গুলিশাখালী এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছিলেন জেলে সোহেল।
Advertisement
সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার আমতলী থানাপুলিশের সহায়তায় বুড়িশ্বর নদীতে টহল দেওয়ার সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় জেলে সোহেলকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক উপজেলা সহকারী কমিশার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ওই জেলেক দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দ তিন কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় পাঠানো হয়।
এসআর
Advertisement