কঙ্গনা রানাউত বলিউডের অন্যতম প্রশংসিত নায়িকা। তিনি স্পষ্টভাষী মানুষ বলে পরিচিত। তাই তাকে নিয়ে বিতর্ক হতেও দেখা যায়।
Advertisement
কঙ্গনা রাজনৈতিক বিষয়ে প্রায়ই খোলমেলা কথাবার্তা বলতে পছন্দ করেন। গত কয়েক বছরে সেই অভ্যাস তার বেড়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের সমর্থনে একাধিকবার মুখ খুলেছেন কঙ্গনা। সেখানেই থেমে থাকেননি তিনি। কখনো কখনো আরও এগিয়ে নিজের মতামতও ব্যক্ত করেছেন এ নায়িকা।
আরও পড়ুন: শাহরুখকে সিনেমার ‘ঈশ্বর’ বললেন কঙ্গনা
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, এ দেশে (ভারতে) স্নাতক হওয়ার পরে সব পড়ুয়ার বিমান প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দেওয়া উচিত। কঙ্গনার কথায়, ‘সেনা প্রশিক্ষণের সবচেয়ে বড় দিক হলো, অলস, অকর্মণ্য ও দায়িত্বজ্ঞানহীনদের ছেঁটে ফেলা যাবে। কারণ সেনা প্রশিক্ষণ পেলে তবেই এ প্রজন্মের মধ্যে নিয়মানুবর্তিতা ও নিষ্ঠাবোধ তৈরি হবে।’
Advertisement
আসছে ‘তেজস’ সিনেমায় এক বিমান সেনাকর্মীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমায় যুদ্ধবিমানের চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। এক সেনাকর্মীর পথচলার গল্প বলবে এ সিনেমা। আপাতত ওই সিনেমার প্রচারেই ব্যস্ত কঙ্গনা। আগামী ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তেজস’।
আরও পড়ুন: দুই বছর পর ব্যায়ামে ফিরেছেন কঙ্গনা
শুধু ‘তেজস’সিনেমাই নয়, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাচ্ছে কঙ্গনার আরও একটি সিনেমা। এর নাম ‘ইমার্জেন্সি’। এ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।
শুধু অভিনয়ই নয়, সিনেমা পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনিই। ‘থালাইভি’সিনেমায় জয়ললিতার চরিত্রের পর দ্বিতীয়বার এক রাজনীতিকের চরিত্রে দেখা যেতে চলেছে কঙ্গনাকে। ‘ইমার্জেন্সি’সিনেমাটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।
Advertisement
এমএমএফ/এমএস