খেলাধুলা

মুস্তাফিজকে সতীর্থ হিসাবে পেয়ে খুশি টেইলর

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে হারলেও ইডেন গার্ডেনসের সব আলো কেড়ে নিয়েছিলেন বাংলাদেশের নবীন পেস তারকা মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে তাই এই পেসারের প্রশংসা করেছেন নিউজিল্যান্ড দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ রস টেলর। তাকে সতীর্থ হিসাবে পেয়ে দারুণ উচ্ছ্বসিতও তিনি।কিছুদিন আগেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার জন্য সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজ। সাসেক্সের হয়ে এবার খেলবেন টেলরও। তাই তাকে নিজের দলের সতীর্থ হিসাবে পেয়ে দারুণ খুশি এই কিউই ব্যাটসম্যান। মুস্তাফিজকে সাসেক্সে নেবার জন্য দলের অধিনায়ক লুক রাইটকেও ধন্যবাদ জানিয়ে ম্যাসেজ বেনে বলে জানালেন এ কিউই তারকা।এদিন মুস্তাফিজ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসে টেলর বলেন, ‘সে খুবই দুর্দান্ত বল করে। আমি আজকে লুক রাইটকে ম্যাসেজ দিব। তাকে দলে নেবার জন্য ধন্যবাদ জানাতেই হয়। সাসেক্স তাদের সেরা সিলেকশন করেছে। সে খুব বেশি ম্যাচ খেলেনি, তারপরেও দারুণ বল করে। তার একটি আলাদা বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন রয়েছে। সে খুব চতুরতার সঙ্গে বল করে।’টেলরের মতে মুস্তাফিজ বাংলাদশের অন্যতম সেরা প্রতিভা। তার বল খেলা দুরূহ বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘উইকেট থেকে হয়তো সে (মুস্তাফিজ) সাহায্য পেয়েছে; কিন্তু তারপরও সে দুর্দান্ত বল করেছে। সে চমৎকারভাবে কেনকে (উইলিয়ামসন) তুলে নিয়েছে। তার বিপক্ষে খেলা খুব চ্যালেঞ্জিং ছিল। সে বাংলাদেশের জন্য অন্যতম সেরা ফাইন্ডিংস।’মাত্র ২২ রান দিয়ে এদিন পাঁচ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। আর পাঁচটি উইকেটের মধ্যে চারটিই ছিল বোল্ড। প্রতি ওভারে উইকেট নেয়া মুস্তাফিজ শেষ ওভারে হ্যাটট্রিকের সম্ভবনাও জাগিয়েছিলেন। যদিও শেষ মুহূর্তে হলো না হ্যাটট্রিকটা। আরটি/আইএইচএস/এমএস

Advertisement