সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা: জবাব চাই

শিশু যখন গর্ভ থেকে মায়ের কোলে আসেস্বপ্নভরা দু’চোখ মায়ের খুশির জলে ভাসে। আমার মায়ের চোখে কেন দেখি দুঃখীজল? কে মোছালো স্বপ্নরাশি বল রে তোরা বল।

Advertisement

গায়ে কেন ছেঁড়া কানি? না খেয়ে যায় দিনজীবন কেন টানাপোড়েন মাথায় বোঝা ঋণ? পায় না কেন পড়ার সুযোগ ওদের মতো করে, মানুষ হওয়ার স্বপ্ন কেন ক্ষয়ে ক্ষয়ে ঝরে?

বিলাসবহুল গাড়ি-বাড়ি ভাগ্যে ওদের লেখা!আমরা তবে পাই না কেন ভাগ্যদেবীর দেখা? আলো-বাতাস সবই যদি সমান সমান পাইওরা কেন অট্টালিকায়? আমরা ধুলি গায়!

আমার মায়ের গর্ভধারণ হয়েছে বুঝি পাপ!তা না হলে জীবন কেন হলো অভিশাপ?সমাজপতি বলতে হবে কে নেবে এর দায়? কে করলো সব ব্যবধান সুষ্ঠু জবাব চাই।

Advertisement

এসইউ/এমএস