খেলাধুলা

তবুও কোচের কাঠগড়ায় বোলাররা!

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিউইদের ১৪৫ রান তাড়া করতে নেমে মাত্র ৭০ রানে অলআউট হওয়ার লজ্জা পেতে হয় মাশরাফিদের। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার পর বাংলাদেশ দলের প্রধান কোচ হাতুরুসিংহে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বোলারদেরই। তার মতে ২৫-৩০ রান বেশি দিয়েছেন বোলাররা।শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা খুবই হতাশ, ভালো খেলতে পারিনি। উইকেট ব্যাটিং করার জন্য খুব ভালো ছিল না। আমার মনে হয়, আমরা ২৫-৩০ রান বেশি দিয়েছি। যদি ১২০ রানের মধ্যে আটকে রাখতে পারতাম তাহলে হয়তো ভিন্ন রকম গল্প হতে পারতো। আমরা কিছু কিছু সময় ভালো বোলিং করেছি। ফিল্ডিংয়ে অবশ্য কিছু সুযোগ হাতছাড়া করেছি। ব্যাটিংয়ে পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পারিনি।’নিউজিল্যান্ড এদিন ১৪৫ রানের বড় সংগ্রহ করলেও দারুণ উজ্জ্বল ছিলেন বাংলাদেশ দলের নতুন বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান। মাত্র ২২ রান দিয়ে এদিন পাঁচ উইকেট পেয়েছেন তিনি। এর মধ্যে চারটিই ছিল বোল্ড। তবে মুস্তাফিজ সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহয়তা না পাওয়ায় বড় সংগ্রহ পায় ব্ল্যাক ক্যাপসরা।বোলারদের ব্যর্থতার পাশাপাশি ব্যাটসম্যানদের ব্যর্থতার কোথাও উল্লেখ করেন কোচ। তার মতে, উইকেট খারাপ হলেও আরও কিছু রান করা উচিত ছিল ব্যাটসম্যানদের। উইকেট অনুযায়ী লক্ষ্য বড় হয়ে যাওয়ায় কিছুটা ঝুঁকি নিয়ে খেলায় এমনটা হয়েছে বলে মনে করেন তিনি। পাশাপাশি কিউই বোলারদের কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি। কৃতিত্ব দেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের বোলারদের ব্যাবহার করার দক্ষতাকেও।এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘এই উইকেট আমার মতে ১৪০ রানের উইকেট নয়। হয়ত ১২০-১৩০ রানের উইকেট। প্রথম ৪-৫ ওভার থেকেই বল নিচু হচ্ছিল। বলের শক্তভাব কেটে গিয়েছিল। বল নিচু হচ্ছিল এবং দুরকম গতির ছিল। নিউজিল্যান্ডের কৃতিত্ব অবশ্য কেড়ে নিচ্ছি না আমরা। ওদের বোলাররার কন্ডিশন বুঝে দারুণ বুদ্ধিমত্তায় বোলিং করেছে। তবে দিনশেষে আবারও বলতে হবে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ ঠিক ছিল না।’আরটি/আইএইচএস/এমএস

Advertisement