দেশজুড়ে

অগ্নিদগ্ধে নিহত ২ শিশুর পরিবারে আর্থিক সহায়তা দিলেন নিজাম হাজারী

ফেনীতে অগ্নিদগ্ধে নিহত দুই শিশুর পরিবারকে গৃহ সংস্কারের জন্য তিন লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

Advertisement

বুধবার (১১ অক্টোবর) বিকেলে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সংসদের পক্ষে নিহতদের বাবা-মায়ের হাতে এ আর্থিক সহায়তার টাকা তুলে দেন।

এ সময় মেয়র শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এমপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও গৃহ সংস্কারে যদি আরও টাকার প্রয়োজন হয়, তাহলে তা পৌরসভার পক্ষ থেকে দেওয়া হবে।

আরও পড়ুন: বাবা-মায়ের চোখের সামনে আগুনে পুড়লো ঘুমন্ত দুই শিশু

Advertisement

এ সময় ফেনী পৌরসভার স্থানীয় কাউন্সিলর সাহাব উদ্দিন তছলিম, সাবেক কাউন্সিলর মুজিবুল হক ও নারী কাউন্সিলর জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।

এর আগে, ৩ অক্টোবর রাত ২টার দিকে ফেনী শহরের বিরিঞ্চি ফকিরবাড়ির একটি বসতঘরে পূর্বশত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয় মাইদুল ইসলাম শাহাদাত (৭) ও তার ছোট ভাই রাহাদুল ইসলাম গোলাপ (১৩) মারা যায়।

এ ঘটনায় নিহত সহোদরের বাবা সাহেদুল ইসলাম রনি ফেনী মডেল থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় এ পর্যন্ত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার হয়।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম

Advertisement