কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী-নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ছয় দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য বের করতে না পারায় মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। এদিকে, ষষ্ঠ দিনের ন্যায় কুমিল্লাসহ সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তের জন্য শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তরের পর রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত তনুর বাবা, মা, ভাই, চাচাতো বোনসহ পরিবারের পাঁচ সদস্যকে ডিবি কার্যালয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে। জানা যায়, শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তের জন্য দায়িত্ব হস্তান্তর করা হয়েছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নিকট। মামলাটি তদন্ত করছেন ডিবির ওসি একেএম মঞ্জুর আলম। ডিবির পাশাপাশি র্যাবসহ উচ্চ পর্যায়ের একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনার রহস্য উদঘাটনে শুক্রবার রাত থেকে শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত দফায় দফায় তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম ও বড় ভাই, চাচাতো বোনসহ পরিবারের অন্তত পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য রেকর্ড ও তথ্য যাচাই-বাছাই অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, শুক্রবার রাতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ, র্যাব ও উচ্চ পর্যায়ের একাধিক তদন্ত সংস্থা রহস্য উদঘাটনে নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এদিকে, শনিবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড়ে টাউন হলের সামনে বাংলাদেশ কবি ফোরাম (বাকফ) আয়োজিত তনুর হত্যার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেলেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নগরীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।কামাল উদ্দিন/এআরএ/এমএস
Advertisement