জাতীয়

ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

তারুণ্যনির্ভর দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ার লক্ষ্যে ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন করেন ইউনিসাব বাংলাদেশের সভাপতি জাহিদুল ইসলাম।

Advertisement

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন (বিআইএমইউন)’ শীর্ষক এ সম্মেলন চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। চারদিনের সম্মেলনে বেশ কয়েকটি সেশন পরিচালনা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। পরে ভিডিওবার্তা পাঠান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Advertisement

তিনি বলেন, বৈশ্বিক নানা সংকট নিরসনের তারুণ্যনির্ভর নেতৃত্ব জরুরি। আগামী দিনের সংকট মোকাবিলা করে এগিয়ে যেতে তরুণদের সামনের সারিতে থাকতে হবে। নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। আশা করি, এ সম্মেলনের মাধ্যমে তরুণরা যে দিক-নির্দেশনা পাবে, তা কাজে লাগিয়ে নিজেদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলবে। পাশাপাশি জলবায়ুসহ নানা সংকটে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমাধানে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর বেনজামিন মরগান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রহমান। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এবারের সম্মেলনে শিক্ষার্থীরা জাতিসংঘের অধিবেশনের আলোকে কয়েকটি সেশনে অংশ নেবেন। এসব সেশনে সমস্যা-সংকট ও তা উত্তরণে করণীয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করবেন তারা।

এএএইচ/এমকেআর/জিকেএস

Advertisement