বিনোদন

২৬ মার্চ আমার জন্মদিন এটাই বড় পাওয়া : তানহা

আঙুল গুণে বলা যায় ক’বছর আগেও তিনি ছিলেন বিবিএর ছাত্রী। তখন তার মূল ডেসটিনেশন ছিল শুধুই স্টাডি। কিন্তু সময় পরিক্রমায় সবকিছু ওলটপালট হয়ে যায়। কারণ তিনি এখন ঢাকাই ছবির রূপালী পর্দার নায়িকা। বলছি হালের তরুণ তুর্কি তানহা তাসনিয়ার কথা। আজ এই তারকার জন্মদিন। জাগো নিউজ পরিবারের পক্ষথেকে থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা। এবারের জন্মদিনটি অন্যদিনগুলো থেকে কিছুটা আলাদাভাবে পার করছেন তানহা। তিনি বলেন, ‘দিনের শুরু থেকে কাছের বন্ধু, পরিচিতজনরা ফোনে-ফেসবুকে-খুদে বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সেসব ইনজয় করছি। তাছাড়া সন্ধ্যায় পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে একটা পার্টি এরেঞ্জ করেছি। সেখানেই সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। তারা আসলে জন্মদিনে কেক কাটার আনুষ্ঠানিকতা শেষ করবো।’জন্মদিনের স্মৃতিচারণ করতে গিয়ে তানহা বলেন, ‘আগে আমার জন্মদিন অনেকটা সাদামাটা ভাবে পালন করতাম। গতবছর থেকে সেটি বদলে যায়। তবে আমার বাবা প্রতিবারই প্রায় একই কথা বলেন। বাবা বলেন- একে তো ২৬ মার্চ পাবলিক হলিডে তাতে আবার আমার জন্মদিন, এজন্য আমার নাকি রাজ কপাল!’যোগ করে তানহা আরো বলেন, ‘আমি নিজেও মনে করি ২৬ মার্চ আমার জন্মদিন এটাই বড় পাওয়া।’ বিশেষ এই দিনটিতে সকলের কাছে দোয়া চেয়ে তানহা বলেন, ‘আমি অনেকটা শখের বসে চলচ্চিত্রে কাজ করতে এসে দেখেছি এখনকার মানুষগুলো খুব কম সময়ে আমার আপন হয়ে উঠেছে। আমি সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই যাতে আগামীতে সকলের কাছে আরো ভালো এবং মানসম্মত কাজ পৌঁছে দিতে পারি।’  এদিকে, গেল সপ্তাহে তানহা অভিনীত প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে’ মুক্তি পায়। রফিক শিকদার পরিচালিত ছবিটি তানহার নায়ক ছিলেন চিত্রনায়ক নিরব। সব মহলে দারুণ প্রশংসা পায় ছবিটি। তবে তানহা নিজের ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট ভাবছেন দ্বিতীয় চলচ্চিত্র শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’কে। ত্রিভূজ প্রেমের এই ছবিতে তানহার নায়ক ঢালিউডের কিং খান শাকিব। এ ছবি প্রসঙ্গে ঢাকাই চলচ্চিত্রের নতুন সম্ভবানময়ী তানহা বলেন, ‘আমার ক্যারিয়ারের জন্য আশীর্বাদ বয়ে আনতে পারে ধুমকেতু। শাকিব ভাইয়ের নায়িকা হিসেবে এখােনে কাজ করেছি। এটা আমার কাছে স্বপ্নের মতো। পাশাপাশি ছবিতে পরীমনিও খুব ভালো কাজ করেছে। আমাদের তিনজনের ত্রিভূজ প্রেমের গল্পে নির্মিত এই ছবিটি নিয়ে আমি আশাবাদী।’বর্তমানে অন্যান্য ব্যস্ততার কথা জানতে চাইলে মিষ্টি হাসির লাস্যময়ী তানহা বলেন, ‘হুট করে মিডিয়াতে এলেও বুঝে শুনে পা ফেলতে চাই। অভিনয় করতে চাই ভিন্ন কিছু চরিত্রে। গতানুগতিক নায়িকার গণ্ডি ভেঙে নিজের অভিনয় পরিধিকে বাড়াতে চাই। দেখাতে চাই নিজের যোগ্যতা। সে ভাবনায় গড়পরতা গল্প আর চরিত্রের ছবিতে কাজ করছি না। বেশ কিছু ভালো ছবির প্রস্তাব পেয়েছি। শিগগির ঘোষণা আসবে।’প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের মেয়ে তানহা তাসনিয়া। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে সকলের বড় তানহা। বাবার ব্যবসার কারণে শৈশব-কৈশোর থেকেই বড় হয়েছেন রাজধানী ঢাকাতেই। বর্তমানে চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া তাহনা। তবে কোনো তাড়াহুড়ো নেই। কারণ তানহা বিশ্বাস করেন, পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। তানহা জন্য শুভকামনা।এনই/এসকেডি/এমএস

Advertisement