জাতীয়

সিদ্দিকবাজার আধুনিক নগর বিপণিবিতানের উদ্বোধন

পুরান ঢাকার সিদ্দিকবাজারে নবনির্মিত ‘সিদ্দিকবাজার আধুনিক নগর বিপণিবিতানের’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এ বিপণিবিতানের উদ্বোধন করেন।

Advertisement

এর আগে মঙ্গলবার (৯ অক্টোবর) ডিএসসিসির নগর ভবনে এক অনুষ্ঠানে ৩০৩ জন বরাদ্দ গ্রহীতাকে দোকান বরাদ্দের কাগজপত্র হস্তান্তর করেন মেয়র তাপস। অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্দিকবাজার আধুনিক নগর বিপণিবিতানের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান ডিএসসিসি মেয়র।

অনুষ্ঠানে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস

Advertisement