পুরান ঢাকার সিদ্দিকবাজারে নবনির্মিত ‘সিদ্দিকবাজার আধুনিক নগর বিপণিবিতানের’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এ বিপণিবিতানের উদ্বোধন করেন।
Advertisement
এর আগে মঙ্গলবার (৯ অক্টোবর) ডিএসসিসির নগর ভবনে এক অনুষ্ঠানে ৩০৩ জন বরাদ্দ গ্রহীতাকে দোকান বরাদ্দের কাগজপত্র হস্তান্তর করেন মেয়র তাপস। অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্দিকবাজার আধুনিক নগর বিপণিবিতানের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান ডিএসসিসি মেয়র।
অনুষ্ঠানে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএমএ/এমআইএইচএস/জিকেএস
Advertisement