দেশজুড়ে

তৃতীয়বারের মতো খুলনা সিটির দায়িত্ব নিলেন খালেক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) দায়িত্ব নিলেন মেয়র তালুকদার আবদুল খালেক। বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় তিনি করপোরেশন ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় কেসিসির ৩১ ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন: ঘাস কাটতে বাধা, আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে পিটিয়ে জখম এরপর তিনি খুলনা সিটি করপোরেশনের জেআইজেড মিলনায়তনে সুধী সমাবেশে যোগদেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম।

নির্বাচনে অংশ নেওয়ার জন্য খুলনা সিটি মেয়রের পদ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক ১১ মে পদত্যাগ করেছিলেন। ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন এবং ৩ জুলাই সিটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয় ১০ অক্টোবর।

আলমগীর হান্নান/জেএস/এমএস

Advertisement