তথ্যপ্রযুক্তি

ডিজিটাল মাঠ ছাড়লে আমরা দুর্বল হয়ে পড়বো: কর্মীদের পলক

রাজনীতির মাঠের পাশাপাশি ডিজিটাল মাঠেও এগিয়ে থাকতে বলে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Advertisement

তিনি বলেন, ‘আগে চা স্টলে গল্প হতো। ঘরে ঘরে গিয়ে ভোটা চাইতো। সত্য-মিথ্যা জোড়াতালি দিয়ে গুজব ছড়াতো। এখন ফেসবুক, ইউটিউব, টিকটকে এ গুজব-অপপ্রচার বেশি ছড়ানো হয়। দেশে ফেসবুক ব্যবহারকারী পাঁচ কোটি, চার কোটি হোয়াটসঅ্যাপ ও দুই কোটি টিকটক। এছাড়াও ইমো ব্যবহার করেন অনেকে। এসব সোশ্যাল মিডিয়ার মাঠ ছেড়ে দিলে যুদ্ধে আমরা দুর্বল হয়ে পড়বো। তাই এগুলোর ব্যবহার আমাদের শিখতেই হবে।’

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও গণসংযোগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তার নির্বাচনী এলাকা নাটোরের সিংড়ার কৃষক ও শ্রমিকলীগ কর্মীদের নিয়ে এ কর্মশালা করা হয়।

দলীয় কর্মীদের উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দলের সম্মেলন, আন্দোলন ও নির্বাচন—এ তিন ক্ষেত্রেই সমানভাবে প্রস্তুতি নিতে হবে। আগামী তিনমাস রাগ-দুঃখ-ক্ষোভ সিঁন্দুকে রাখুন। সবাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকুন। ভালোভাবে ব্যবহার করাটা শিখতেই হবে।’

Advertisement

মোবাইল ফোন এখন হাতের নাগালে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ইন্টারনেট ও স্মার্টফোনের দাম এখন আমাদের নাগালের মধ্যে। সাধরাণ একজন কৃষক-শ্রমিকও একাধিক মোবাইল ফোন ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন। এজন্য বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখতে হবে।’

কর্মশালায় শ্রমিক লীগের সিংড়া উপজেলা ও পৌর শাখা, উপজেলার সব ইউনিয়নের নেতা, কৃষকলীগের সিংড়া উপজেলা ও পৌর শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেন।

এএএইচ/এমআরএম/এমএস

Advertisement