সাহিত্য

বয়ে চলা নদী এবং কী ভীষণ ঝড়

বয়ে চলা নদী

Advertisement

কত বছর যাবৎ বয়ে চলছে এ নদীশত-সহস্র বছর! না আরও বেশি সময়?কেউ জানে না, জানে না নদীও!

জানে না ভাসমান নৌকা, সাঁতার কাটা মাছ, পানকৌড়ি কিংবা আকাশের শঙ্খচিল।

জানে না মাঝি-মাল্লা, জেলেনদীপাড়ের মানুষজানে না কবে থেকে ছুটছে এ নদী।

Advertisement

অনন্ত যৌবনা হয়ে বয়ে চলছে নিরবধিবেলা কিংবা অবেলায় সুদিনে কিংবা দুর্দিনে!যেন এ হৃদয়ের মতো;যেখানে অগ্ন্যুৎপাতে ক্রমাগত দহনচৌচির হয় সমস্ত ভাবাবেগ, কল্পনাঝড় বয়ে যায় তীব্র গতিতে।

****

কী ভীষণ ঝড়

ঝুম বৃষ্টিপাহাড়ি রাস্তায় ত্রিপলের ছাউনিতে ঘেরা দোকানহাতে এক কাপ ধোঁয়া ওড়া চাসাথে তুমি দাঁড়িয়েকী ভীষণ ঝড় বাইরে; ভেতরে।

Advertisement

গাছগুলো দুলছে বাতাসের সাথেপানিতে ক্ষয়ে যাচ্ছে পাহাড়ি লাল মাটিঝুম বৃষ্টিতে ভিজে একাকার পাহাড়ি ছেলেমেয়েতুমি তাকিয়ে ওইদিকেআমি তাকিয়ে তোমার দিকে।

নিঃশ্বাস যেন ক্রমাগত বাড়ছেবাড়ছে ঝড়ের গতিওতুমি তখনো তাকিয়ে ঝড় দেখছো মুগ্ধ হয়েআর আমি তোমাকেকী ভীষণ ঝড় বাইরে; ভেতরে!

এসইউ/এএসএম