রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের গ্র্যান্ড সাইদ সেন্টারে লাগা আগুন ভবনটির অষ্টম, নবম ও দশম তলায় ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করছে।
Advertisement
মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে ১টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।পরে একে একে ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।আরও পড়ুন>> উত্তরায় সাইদ গ্র্যান্ড সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে বলেন, প্রথমে অষ্টম তলায় আগুন লাগে। পরে তা নবম ও দশম তলায় ছড়িয়ে পড়ে। ভবনটিতে অষ্টম তলায় জিম সেন্টার এবং নবম ও দশম তলায় রেস্টুরেন্ট রয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা।
এমএনএইচ/এমএএইচ/
Advertisement