জাতীয়

উত্তরায় সাইদ গ্র্যান্ড সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

রাজধানীর উত্তরার ৭ নস্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Advertisement

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টা ১৮ মিনিটে উত্তরার সেক্টর-৭ এ সাইদ গ্র্যান্ড সেন্টারে আগুন লাগার খরব আসে বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুন লাগার খরব পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ফায়ারের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে আরও ২৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ২৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সাইদ গ্র্যান্ড সেন্টারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ইউনিট আরও বাড়তে পারে।

এমএএইচ/

Advertisement