গাজা ও লেবানন থেকে ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালানো হয়েছে। গাজা থেকে রকেট ছোড়ার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আশকেলনে সতর্কতা সংকেত বাজানো হয়।
Advertisement
অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকেও হামালা চালানো হয়েছে। এসময় ইসারায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত শহরগুলোতে সাইরেন বাজানো হয়। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে আশকেলনের বাসিন্দাদের স্থানীয় সময় বিকেলে ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।
হামাসের ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণের উপকূলীয় শহর আশকেলনে বড় রকেট হামলার হুমকি দেন।
Advertisement
এক টিলিগ্রাম বার্তায় তিনি বলেন, শত্রুরা আমাদের হাজার হাজার নাগরিককে বাস্তুচ্যুত করেছে, ধ্বংস করে দিয়েছে বাড়িঘর। তাই দখলদারদের ওই এলাকা থেকে সরে যেতে হবে।
এমএসএম