বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, আগের মতো এবারও বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যান।
Advertisement
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন: খালেদাকে বিদেশে পাঠানো আদালতের এখতিয়ার: তথ্যমন্ত্রী
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বলেছে তিনি গুরুতর অসুস্থ। তাকে জরুরি বিদেশে নেওয়া দরকার। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আসলে এটি দলীয় মেডিকেল বোর্ড। তারা বিএনপির মতোই কথা বলছে। বেগম জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সে জন্য সরকার আন্তরিক এবং যতো ধরনের সহযোগিতা প্রয়োজন তা করছে। প্রয়োজনে আরও করবে। বাইরের ডাক্তার আনার প্রয়োজন পড়লে তাও তারা আনতে পারেন।
Advertisement
আদালতের রায়কে ‘ফরমায়েশি’ বলেছেন বিএনপি নেতারা। এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, দেশে আদালত স্বাধীনভাবে কাজ করে। ফরমায়েশি রায় দেয় না। বিএনপির নেতারা যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন, তাহলে উচ্চ আদালতে যেতে পারেন। আরও দুই স্তর উচ্চ আদালত আছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা গুরুতর: ফখরুল
তিনি আরও বলেন, বেগম জিয়ার মামলায় ১০০ বারের বেশি তারিখ পেছাতে হয়েছে। সে জন্যই তারা এগুলো বলে। দেশে আইন ও আদালত স্বাধীনভাবেই কাজ করে। সে কারণে আওয়ামী লীগ নেতারও বিচার হয়, শাস্তিও হয়।
পদ্মা সেতুর ওপর রেলপথ উদ্বোধন নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা যেমন লজ্জা ভেঙে শেষ পর্যন্ত পদ্মা সেতুতে উঠেছিল, এবারও তাদের ট্রেনে করে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর যাওয়ার আহ্বান জানাই।
Advertisement
আইএইচআর/জেডএইচ/এমএস