চট্টগ্রামের রাউজানে নূর জাহান মনি (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী মো. এনামকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৯ অক্টোবর) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
এনাম রাউজান থানার পূর্বটিলা জানিপাথর গ্রামের জাবেদ আলীর ছেলে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। পরকীয়ায় আসক্ত হয়ে স্বামী এনামই গৃহবধূ নূর জাহানকে খুন করে।
র্যাব-৭ জানায়, ৪ বছর আগে প্রেম করে নূর জাহান মনিকে বিয়ে করে মো. এনাম। বিয়ের কিছুদিন পর থেকে দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীকে পাত্রী দেখার চাপ দেয়। এরপর থেকে নূর জাহানকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে এনাম। পরে পারিবারিকভাবে শালিস বৈঠকও হয়। দুই বছর আগে ওমানে চলে যায় এনাম। এরপর ভরণপোষণ না দেওয়ায় বাপের বাড়িতে চলে যায়।
গত ১৭ সেপ্টেম্বর এনাম ওমান থেকে দেশে আসলে নূর জাহান তার কন্যা সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। এরপর থেকে কয়েকদফা নির্যাতনের পর গত ১ অক্টোবর দুইজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে নূর জাহানকে শ্বাসরোধ করে হত্যা করে এনাম ঘর থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর বাবা রাউজান থানায় স্বামী এনামকে একমাত্র আসামি করে মামলা করেন।
Advertisement
ময়নাতদন্ত প্রতিবেদনে গৃহবধূকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করার তথ্য উঠে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৯ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে এনামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এনাম র্যাবকে জানিয়েছে, ওমানে থাকাবস্থায় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে।
এনাম ও তার স্ত্রী’র মধ্যে বিবাহের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল, তাই ওমান থাকাবস্থায় এনাম দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে দেনমোহরের টাকার পরিমাণ বেশি হওয়ায় স্ত্রীকে তালাক দিতে না পারায় স্ত্রীর সামনেই বিভিন্ন মেয়ের সঙ্গে ভিডিওকলে অশালীন কথা বলতো। ঘটনার দিন সকালে তার পরকীয়া সম্পর্কের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে এনাম তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করে, তারই ব্যবহৃত ওড়না দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে বলে স্বীকার করে।
ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস
Advertisement