মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে মালে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই সফরের জন্য প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৩ জনের দল চূড়ান্ত করেছেন সোমবার রাতে।
Advertisement
মঙ্গলবার সকাল ৯ টা ৫ মিনিটে মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দেবেন জামাল ভূঁইয়ারা। ১২ অক্টোবর সেখানে ম্যাচ খেলে পরের দিন ধরবেন ঢাকার ফ্লাইট। ১৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচ মিলে বিজয়ী দল উঠবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ গ্রুপপর্বে।
যে ২৩ জনের দল চূড়ান্ত করেছেন ক্যাবরেরা, সেখানে ৩ গোলরক্ষকই নতুন। এশিয়ান গেমসে দুর্দান্ত নৈপুণ্য দেখানো মিতুল মারমাই হতে যাচ্ছেন ক্যাবরেরার 'নাম্বার ওয়ান'।
বাকি দুই গোলরক্ষক পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো মদকাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর এখন গোলপোস্টে তরুণরাই ভরসা ক্যাবরেরার।
Advertisement
মালদ্বীপ সফরের জন্য বাংলাদেশ দলগোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও হামান মুরাদ।মিডফিল্ডার: সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মো. রিদয়, রবিউল হাসান, মজিবর রহমান জনি ও জাবেদ আহমেদ। ফরোয়ার্ড: মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
আরআই/এমএমআর/এমএস