বিনোদন

২৩ বছর পর ক্রিকেটের সেই গানটি নিয়ে আসছেন শুভ্র দেব

শ্রোতানন্দিত সংগীতশিল্পী শুভ্রদেব রোমান্টিক গানের পাশাপাশি ক্রিকেট নিয়েও কয়েকটি গান গেয়েছেন। এসব গান তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।

Advertisement

তার গান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের মানসিক শক্তি জোগাতে ও ভালো খেলা উপহার দিতে অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রিকেটপ্রেমীরাও তার গান খুব পছন্দ করেছেন। ব্যক্তিগতভাবে শুভ্র দেবও একজন ক্রিকেটপ্রেমী মানুষ।

শুভ্র দেবের ক্রিকেটের গানের মধ্যে ‘গুড লাক বাংলাদেশ, গুড লাক’ শিরোনামের গানটি অন্যতম। এ গানটি আজ থেকে ২৩ বছর আগে শুভ্র দেব গেয়েছিলেন। এটি আবারও নতুন করে শ্রোতা ও ক্রিকেটপ্রেমীদের উপহার দেওয়া হচ্ছে।

এ গানটি প্রসঙ্গে শুভ্র দেব নিজেই তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, ১৯৯৯ সালে বাংলাদেশ নর্দাম্পটনে বিশ্বকাপে যখন প্রথমবারের মতোন পাকিস্তানকে হারায় তখন এই গান গেয়ে গেয়ে রাস্তায় মিছিল হয়েছিল।

Advertisement

জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর এই গানটি আমার ঐকান্তিক অনুরোধে লিখেছিলেন। গানটি গেয়েছিলেন বাংলা সংগীতের দুই দিকপাল সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী। আমি ও গেয়েছিলাম আর ছিলেন স্বনামধন্য গায়িকা শাকিলা জাফর।

গানের গীতিকার অভিনেতা আসাদুজ্জামান নূর

প্রায় ২৩ বছর পর গতকাল (৮ অক্টোবর) চ্যানেল আইয়ের স্টুডিওতে এ গানটি আবার নতুন করে রেকর্ডিং হলো। আমার সাথে কোনাল অসাধারণ গেয়েছে। অনেক বছর পরে বাংলাদেশের শ্রোতারা একজন আবার ভালো সংগীত শিল্পী লাভ করল। আমি খুবই ইমপ্রেসিভ কোনালের প্রতিভায় কারণ, এতো কঠিন গানটি সে যথেষ্ট দৃঢ়তা নিয়ে গাইতে পেরেছে। নতুন প্রজন্মের অনন্যা ও তরিক মৃধা প্রতিভাবান, ওরাও ভালো গেয়েছে। এক সময়ের জনপ্রিয় মডেল অনন্যা রুমা এই গানটির ভিডিও নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে আছেন।

সাউন্ড ইঞ্জিনিয়ার আমার অত্যন্ত প্রিয় আজম বাবু যিনি আমার ‘এ মন আমার পাথর তো নয়’সহ অসংখ্য গানের সাউন্ড ইঞ্জিনিয়ার। চ্যানেল আইয়ের প্রাণপুরুষ ফরিদুর রেজা সাগর ভাইয়ের অকৃত্রিম সহযোগিতায় আশা করি আগামীকাল (১০ অক্টোবর) বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে চ্যানেল আইয়ের পর্দায় আপনারা দেখতে পারবেন। বাংলাদেশ দলের জন্য রইলো আমাদের শুভকামনা।

Advertisement

এমএমএফ/এএসএম