রাজনীতি

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা।

Advertisement

সোমবার (৯ অক্টোবর) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি ঢাকা মহানগর ও উত্তর দক্ষিণ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

খসরুে বলেন, তাদের প্রধান উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষ ততদিন শান্তিতে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যারা সহযোগিতা করছে তাদেরও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Advertisement

আমির খসরু বলেন, রাজপথের আন্দোলন ছাড়া এ সরকারকে ক্ষমতায় থেকে নামানো যাবে না। রাজপথেই এ সরকারের ফয়সালা করতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেএইচ/এমআইএইচএস/এমএস

Advertisement