রাজধানীর শ্যামলীতে বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধের প্রতিবাদে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে শ্যামলীর দুই পাশের সড়ক অবরোধ করায় আসাদগেট ও গাবতলী রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা।
Advertisement
সোমবার (৯ অক্টোবর) বেলা আড়াইটা থেকে পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বলে জানান আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ যুবায়ের।
তিনি বলেন, শ্রমিকরা দাবি করছেন, বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ করেছে মালিকপক্ষ। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। রাস্তা অবরোধের ফলে শ্যামলীর দুই পাশের সড়ক অবরোধ করায় আসাদগেট, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ওসি বলেন, গার্মেন্টস মালিকপক্ষের সঙ্গে সমাধান করার কথা বলা হয়েছে শ্রমিকদের। তবুও তারা রাস্তা ছাড়তে নারাজ।
Advertisement
টিটি/এমআইএইচএস/এএসএম