স্মার্ট গ্যাজেটগুলো বর্তমানে খুবই জনপ্রিয়। ওয়্যারলেস হেডফোন থেকে শুরু করে স্মার্টঘড়ি সব বয়সীদের কাছেই এখন বেশ জনপ্রিয়। এরপর বাজারে এসেছে স্মার্ট রিং। অর্থাৎ হাতে এই আংটি পরে আপনি স্মার্টফোনের নানা কাজ করতে পারবেন। সোশ্যল মিডিয়ার নোটিফিকেশন থেকে শুরু করে কল রিসিভ করা সবই সম্ভব স্মার্ট রিংয়ে।
Advertisement
এবার স্যামসাং নিয়ে এলো নতুন স্মার্ট রিং। স্যামসাংয়ের প্রথম স্মার্ট রিং বা গ্যালাক্সি রিং অনেকটাই ফিটনেস ট্র্যাকারের মতো। হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং, স্টেপ ট্র্যাকিং, ওয়ার্কআউট রেকর্ডিং সহ আরও যে সব কাজগুলো একটা ফিটনেস ট্র্যাকার করতে পারে, তার সবই ডিসপ্লে ছাড়াই করতে সক্ষম হবে এই স্যামসাং গ্যালাক্সি স্মার্ট রিং।
আরও পড়ুন: এবার ঘুম-স্বাস্থ্যের খেয়াল রাখবে স্মার্ট রিং
ব্যবহারকারীর আঙুলের মাপের উপরে নির্ভর করে চারটি ভিন্ন সাইজে নিয়ে আসা হবে স্মার্ট রিংটি। গ্যালাক্সি ওয়াচের মতোই এই স্মার্ট রিংয়ে মেডিক্যাল সার্টিফিকেশন দেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং। এজন্য দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সংস্থাটি কাজ করছে। যদিও এই স্মার্ট রিংটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগির বাজারে আসবে রিংটি।
Advertisement
এই মুহূর্তে বাজারে কম রেঞ্জ থেকে শুরু করে মাঝারি, দামি প্রায় সব প্রাইস ক্যাটেগরির স্মার্ট রিং রয়েছে। সম্প্রতি নয়েজ তাদের লুনা স্মার্ট রিং লঞ্চ করেছে। আবার ওরা নামের আর একটি হেলথ্ টেকনোলজি কোম্পানি তাদের দামি স্মার্ট রিং ওরা রিং লঞ্চ করেছে। স্যামসাংয়ের স্মার্ট রিং এদের সঙ্গে কেমন টেক্কা দেবে তা এখন দেখার অপেক্ষা।
সূত্র: টমস গাইড
কেএসকে/জেআইএম
Advertisement