জাতীয়

তনু হত্যার কারণ উৎঘাটনে সহায়তা দিবে সেনাবাহিনী

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার কারণ উৎঘাটনে সহায়তা দিবে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মার্চ রাত আনুমানিক ১১ টায় কুমিল্লা সেনানিবাসের সীমানা সংলগ্ন এলাকায় (এস্থানে কোন সীমানা প্রাচীর নেই)  তনুর অচেতন দেহ খুঁজে পান তার বাবা ইয়ার আলী এবং পরে তিনি মিলিটারি পুলিশকে খবর দেন । তাৎক্ষণিক তনুকে সিএমএইচ-এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে পুলিশ কর্তৃক তার পোস্টমর্টেম কার্যক্রম সম্পন্ন করা হয়। তনু হত্যার কারণ উৎঘাটনের জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং সেনাবাহিনী তনু হত্যার কারণ উৎঘাটনে পুলিশ/প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এসএ/জেএইচ/আরআইপি

Advertisement