জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৬ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৩তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের ৪র্থ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?উত্তর : ২৬ মার্চ।২. প্রশ্ন : ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল’- এটি কোন বাক্য?উত্তর : মিশ্র বা জটিল।৩. প্রশ্ন : কোনটি ‘কোলন’-উত্তর : ‘:’ চিহ্নটা।৪. প্রশ্ন : ঢাকের কাঠি অর্থ-উত্তর : মোসাহেব।৫. প্রশ্ন : শুদ্ধ বানান-উত্তর : পিপীলিকা।৬. প্রশ্ন : পূর্বাশা দ্বীপের অপর নাম-উত্তর : দক্ষিণ তালপট্টি।৭. প্রশ্ন : মুজিবনগর অবস্থিত-উত্তর : মেহেরপুর।৮. প্রশ্ন : সেন্টমার্টিন অবস্থিত কোন জেলায়?উত্তর : কক্সবাজার।৯. প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী-উত্তর : রেডিমেট গার্মেন্টস।১০. প্রশ্ন : শালবন বিহার অবস্থিত-উত্তর : কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে।১১. প্রশ্ন : ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি অবস্থিত-উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।১২. প্রশ্ন : এশিয়া কাপ ক্রিকেট ২০১২ অনুষ্ঠিত হয়-উত্তর : শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।১৩. প্রশ্ন : সঠিক বানান-উত্তর : নিশীথিনী।১৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে?উত্তর : জেনারেল আতাউল গণি ওসমানী।১৫. প্রশ্ন : বাংলাদেশের রাজধানীর নাম কি?উত্তর : ঢাকা।১৬. প্রশ্ন : শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?উত্তর : ময়মনসিংহ।১৭. প্রশ্ন : কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি ছবি কোনটি?উত্তর : গেরিলা।১৮. প্রশ্ন : বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক কত জন?উত্তর : ১১ জন।১৯. প্রশ্ন : শ্রীলঙ্কার মুদ্রার নাম কী?উত্তর : রুপী।২০. প্রশ্ন : সার্কের সদস্য দেশ কয়টি?উত্তর : ৮টি।এসইউ/আরআইপি

Advertisement