আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজ বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।
Advertisement
আজ ২৪ আশ্বিন, রোববার। আজকের (৮ অক্টোবর) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো-
আজকের সর্বোচ্চ তাপমাত্রা (যশোর)
৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস
Advertisement
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (সিলেট)
২৩.৬ ডিগ্রি সেলসিয়াস
আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা
২৭.৪ ডিগ্রি সেলসিয়া্স
Advertisement
আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা
৩৪.১ ডিগ্রি সেলসিয়াস
গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি (খেপুপাড়া)
৪২ মিলিমিটার
রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরএমএম/এসটি/জেআইএম