মৃত্যুই শুধু সত্য
Advertisement
চুরুলিয়ার পথে— তুলতুলে কালো তুষার-ঢাকা গিরিপথের মতো পথেহেঁটে যাচ্ছি তোমার খোঁজে।
তরুণ ফ্লোরা বলল, আমরা কি জীবন থামানোর কৌশল শিখতে পারি না?যেখানে সবাই আনন্দে নেচে উঠবেকেউ কখনো মরবে নাকেউ কখনো কাঁদবে না!
মেয়ে বড় হয়েছে, তার স্বপ্নও বড় হয়েছেতাই ক্লারা গাইতে থাকল,আমি খাবো নাআমি ঘুমাবো না— জীবনের অবক্ষয় খুঁজে না পেলে!
Advertisement
মিসেস ক্লারা তার প্রশ্নে হতবাক—হতবাক আমিও।আমি ঘোষণা করলাম, স্বপ্ন না, মৃত্যুই শুধু সত্য।
****
রণতরি
বাতাসে বুড়ো কাকও ধীরে ধীরে যায়কিন্তু বসন্তকাল তাকেও সাহসী করে তোলে।
Advertisement
এক ষোড়শী দাঁড়িয়েই গেল আমার সামনেএকটি গুঞ্জন, একটি ঝাঁক থেকেতবে মেয়েটি জিতেছে সাধারণ হওয়ার অধিকার।
আচ্ছা বলো, রহস্য ছাড়োসামনে কি তুমি? আমি জানি, তুমি আমার রণতরি।
****
নন্দিনী, তুমি আমার নদী হবে?
বৃষ্টি দিয়ে শুরু হওয়া গল্প আমি খুবই পছন্দ করি।
একটি শুকনো নদীর গল্প বলি, একদিন এক নদীকে তলব করলাম,সে তার গল্প শোনালোহাড্ডিসার, হাত-পাগুলো ক্ষয়প্রাপ্ত, নিঃশেষিত, বিপন্ন। সে বলল, একটু বর্ষায় আমি বমি করে দিইআমার হজমশক্তি একেবারেই নেইতোমরা ডাক্তার দেখাও না, ওষুধ কিনে দাও না, একটুও যত্ন করো নাশুধুই আমার আঁচলের উর্বরতা খুঁজতেই থাকোতাই বমি করা ছাড়া কী আর করা বলো!
নন্দিনী জানো, আমি নদীটির প্রেমে পড়ি সেই থেকে আমি বৃষ্টিকে ভালোবাসিবৃষ্টি দিয়ে শুরু হওয়া গল্প আমি খুবই পছন্দ করিসেই থেকে নদীটিকে আমি যত্ন করি।
নন্দিনী, তুমি কি আমার নদী হবে? প্রতি কোজাগরি কিংবা শারদ-পূর্ণিমায়জীবনানন্দের অঘ্রানের শিশির মেখে কিংবা ভরাপূর্ণিমায় চৈতালির সোনালি মাঠেকিংবা শাওন রাতের ঝরঝর আলোয় অনেক ভালোবাসা হবে?
****
তোমার গিটারে ফুলগুলো নাচছে
সকালে সূর্যের উজ্জ্বল আলোসোনা রশ্মিতে দূর-দূরান্ত পর্যন্ত সোনালি-গালিচা।
পাহাড় আর মাঠের ওপর দিয়ে সোনা ফেটে যাচ্ছেপ্রকৃতির সোনাপথ।
তোমার গিটারে ফুলগুলো নাচছে।
এসইউ/এমএস