একুশে বইমেলা

৮ দিনব্যাপী ঢাকা বিভাগীয় বইমেলা শুরু

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং ঢাকা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত আট দিনব্যাপী ঢাকা বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত বাংলা একাডেমি চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।

Advertisement

শনিবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এ বই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিবুল ইসলাম।

আট দিনব্যাপী এ মেলায় সরকারি বিভিন্ন দফতরের ২৫টি প্রতিষ্ঠানসহ বাংলাদেশের স্বনামধন্য ৬৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪ টায় থেকে মেলাপ্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

আগামী ১৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং সোনার বাংলা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির এবং প্রবন্ধ উপস্থাপন করবেন ভাষানটেক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. হান্নান মিয়া।

Advertisement

জেএ/এমএএইচ/জেআইএম