জাতীয়

রোহানি বাহারিন: যার নান্দনিক নকশায় তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় এই টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

দৃষ্টিনন্দন এই টার্মিনালের নকশা করেছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি করপোরেশন লিমিটেডের স্থপতি রোহানি বাহারিন। এই স্থপতি সিঙ্গাপুরের চাঙ্গি  বিমানবন্দরসহ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নকশাবিদ।

সিপিজি করপোরেশনের ওয়েবসাইটের তথ্যমতে, সিঙ্গাপুরের চাঙ্গি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩, চীনের গুয়াংজুর বিমানবন্দর, এটিসি টাওয়ার ভবন, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বহু স্থাপনার নকশা করেছেন রোহানি বাহারিন।

আরও পড়ুন>> খুললো ঢাকার আকাশপথে সম্ভাবনার নতুন দুয়ার

Advertisement

এছাড়া মালদ্বীপ, ফিলিপাইন, কম্বোডিয়া, ব্রুনেই, মিয়ানমার, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরের প্রকল্পের নকশা করেছেন। রোহানি বাহারিন সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর টার্মিনাল-৩-এর উন্নয়নের পাশাপাশি টার্মিনাল ১ ও ২-এর প্রধান আপগ্রেডিং ও সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি হাতে নেয় সরকার। তবে নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করেছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

এমএমএ/ইএ/এএসএম

Advertisement