দেশজুড়ে

দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে: বিইআরসি চেয়ারম্যান

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেছেন, দেশে পর্যাপ্ত এলপিজির মজুত রয়েছে। বেশি দামে সিলিন্ডার কিনবেন না। দেশে অনেক কোম্পানি রয়েছে কারও কাছে জিম্মি হওয়ার কারণ নেই।

Advertisement

শনিবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা ঢাকায় মিটিং করেছি চলতি মাসের দুই তারিখ। তারা বলছে পর্যাপ্ত এলজিপির মজুদ রয়েছে। কেন রাতারাতি বড়লোক হতে গিয়ে দুই নম্বরি করতে হবে? যারা এসব কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম ১৪৪ টাকা বাড়লো

Advertisement

তিনি আরও বলেন, সৎভাবে ব্যবসা করলে কখনোই বিপদ আসবে না। আপনারা অবৈধভাবে ব্যবসা করবেন, মোবাইল কোর্ট আসলে দোকান রেখে চলে যেতে বাধ্য হচ্ছেন। আমরা আগামী বছর প্রথম দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাচ্ছি। তখন আর দেশে বিদ্যুৎ সংকট থাকবে না।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ড. সৈয়দা বদরুন্নহার চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম অফিসের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

Advertisement